উপায় একাউন্ট দেখার নিয়ম 2023

নতুন উপায় একাউন্ট ব্যবহারকারী? কিন্তু উপায় একাউন্ট দেখার নিয়ম জানেন না? উপায় একাউন্ট দেখার কোড এবং কীভাবে উপায় একাউন্ট দিয়ে লেনদেন করতে জানেন না? চিন্তার কোনো কারণ নেই। কারণ, আপনার মতো অনেকেই নতুন উপায় একাউন্ট তৈরি করার পর কীভাবে উপায় একাউন্ট দিয়ে লেনদেন করতে হয় সেটা জানে না। আপনাদের জন্য আজকের এই পোস্টে আমি উপায় একাউন্ট দেখার পদ্ধতি, উপায় একাউন্ট চেক করার কোড ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক।

বিকাশ, নগদ, রকেট এর মতো বাংলাদেশের আরেকটি নতুন মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান এর নাম হচ্ছে উপায়। উপায় একাউন্ট ব্যবহার করে অনেক সহজেই আপনি দেশের যেকোনো স্থানে টাকা পাঠাতে পারবেন এবং অন্যান্য লেনদেন যেমন – ক্যাশ ইন, ক্যাশ আউট, পেমেন্ট, পে বিল ইত্যাদি করতে পারবেন। অনেকেই আগ্রহী হয়ে নতুন উপায় একাউন্ট তৈরি করে। কিন্তু, সঠিক ভাবে উপায় একাউন্ট ব্যবহার করা না জানার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আপনাদের সবার জন্য আজকের এই পোস্ট। পোস্টটি সম্পূর্ণ পড়লে উপায় একাউন্ট দেখার নিয়ম এবং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

উপায় একাউন্ট দেখার নিয়ম

উপায় একাউন্ট দেখার নিয়ম

বিকাশ, রকেট কিংবা নগদ এর মতো উপায় একটি মোবাইল ব্যাংকিং সেবা হওয়ার কারণে উপায় একাউন্ট ব্যবহার করার ধরণ প্রায় একই হবার কথা। হয়েছেও সেটাই। আপনি যদি উপায় একাউন্ট ব্যবহার করা শুরু করেন, তবে লক্ষ্য করবেন যে বিকাশ, নগদ , রকেট এর মতো উপায় এর প্রায় সকল ফিচার রয়েছে। উপায় একাউন্ট দেখার দুইটি নিয়ম রয়েছে। এই নিয়মগুলো অনুসরণ করে অনেক সহজেই আপনি যেকোনো মোবাইল থেকেই উপায় দিয়ে লেনদেন করতে পারবেন। উপায় একাউন্ট ব্যবহার করার এই নিয়মগুলো হচ্ছে –

  • উপায় একাউন্ট চেক করার কোড
  • উপায় অ্যাপ দিয়ে উপায় একাউন্ট চেক

উপরে উল্লিখিত দুইটি পদ্ধতি অনুসরণ করেই আপনি উপায় অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। উপায় একাউন্ট দেখার নিয়ম বলতে এখানে বোঝানো হচ্ছে যে, উপায় একাউন্ট ব্যবহার করা। অর্থাৎ, উপায় একাউন্ট ব্যবহার করে লেনদেন করা। নিচে আমরা এ নিয়ে আরও বিস্তারিত জানবো।

উপায় একাউন্ট চেক করার কোড

উপায় একাউন্ট দেখার কোড ডায়াল করে আমরা অনেক সহজেই আমাদের উপায় একাউন্ট দেখতে পারি এবং উপায় অ্যাকাউন্ট ব্যবহার করে সব ধরণের লেনদেন করতে পারি। আপনি যদি একজন নতুন উপায় ব্যবহারকারী হয়ে থাকেন, তবে আপনার উপায় একাউন্ট চেক করার কোড জানা আবশ্যক। উপায় অ্যাকাউন্ট চেক করার কোড ডায়াল করে আমরা যেকোনো মোবাইল থেকেই উপায় দিয়ে লেনদেন করতে পারি। নিচে আমি উপায় একাউন্ট দেখার কোডটি উল্লেখ করে দিলাম।

উপায় একাউন্ট চেক করার কোড হচ্ছে – *268# ।
স্কিল বিএন

উপরে উল্লিখিত কোডটি আপনার যে সিমে উপায় একাউন্ট আছে, সেই সিম দিয়ে ডায়াল করলে অনেক সহজেই উপায় একাউন্ট চেক করতে পারবেন এবং উপায় অ্যাকাউন্ট ব্যবহার করে সব ধরণের লেনদেন করতে পারবেন। কোড ডায়াল করে উপায় অ্যাকাউন্ট চেক করতে চাইলে আপনার মোবাইল থেকে ডায়াল প্যাড ওপেন করে নিবেন। এরপর উপায় একাউন্ট চেক কোড *২৬৮# টাইপ করবেন এবং যে সিমে উপায় একাউন্ট আছে, সেই সিম দিয়ে ডায়াল করবেন। তাহলে আপনার সামনে ফ্ল্যাশ ম্যাসেজ আসবে।

উপায় একাউন্ট দেখার পদ্ধতি

এখানে থেকেই আপনি উপায় একাউন্ট দেখতে এবং উপায় দিয়ে সব ধরণের লেনদেন করতে পারবেন।

উপায় অ্যাপ দিয়ে উপায় একাউন্ট চেক

অনেকের কাছে স্মার্ট ফোন থাকে না, তাই কোড ডায়াল করে উপায় একাউন্ট ব্যবহার করতে হয়। আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে, তবে আপনি চাইলে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে উপায় অ্যাপ ইন্সটল করে উপায় অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। উপায় অ্যাপ দিয়ে সব ধরণের লেনদেন করা অনেক সহজ। উপায় অ্যাপ দিয়ে উপায় একাউন্ট চেক করতে চাইলে নিচে দেয়া ধাপগুলো অনুসরণ করুন।

  • ধাপ ১ – প্রথমেই আপনার মোবাইল থেকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর ওপেন করে নিবেন।
  • ধাপ ২ – এরপর, Upay লিখে সার্চ দিবেন। উপায় এর অফিসিয়াল অ্যাপ পেয়ে যাবেন। অ্যাপটি ইন্সটল করে নিবেন।
  • ধাপ ৩ – অ্যাপটি ইন্সটল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করে আপনার উপায় একাউন্ট এর নাম্বার দিবেন।
  • ধাপ ৪ – এরপর আপনার নাম্বারে আসা কোড এবং আপনার উপায় একাউন্ট এর পিন নাম্বার দিবেন। তাহলে উপায় একাউন্ট এর ভিতর ঢুকে যাবেন।

এভাবে করে আপনি উপায় অ্যাপ ব্যবহার করে উপায় একাউন্ট দেখতে এবং যেকোনো ধরণের লেনদেন করতে পারবেন।

উপসংহার

স্কিলবিএন এর আজকের এই পোস্টে আপনাদের সাথে উপায় একাউন্ট দেখার নিয়ম, উপায় একাউন্ট দেখার কোড এবং উপায় একাউন্ট চেক করার কোড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি এই পোস্টটি আপনার জন্য সহায়ক হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। এমন আরও পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেয।

Leave a Comment