জিপি সিম ব্যবহার করেন? জিপি সিমের কল রেট বেশি হওয়ার কারণে দুশ্চিন্তায় ভুগছেন? কল রেট বেশি হওয়ার কারণে জিপি মিনিট অফার কিনতে চাচ্ছেন, কিন্তু গ্রামীণফোন মিনিট অফার এর প্যাকেজ খুঁজে পাচ্ছেন না? চিন্তার কোনো কারণ নেই। স্কিল বিএন এর আজকের এই পোস্টে আপনাদের সাথে জিপি মিনিট প্যাকেজ, গ্রামীণফোন মিনিট প্যাকেজ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি দুর্দান্ত সকল জিপি মিনিট অফার ২০২৩ কিনতে চান, তবে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। তো চলুন, শুরু করা যাক।
আমাদের দেশে মোবাইল ব্যবহার করে, কিন্তু জিপি সিম নেই, এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি একজন জিপি সিম ব্যবহারকারী হয়ে থাকেন, তবে নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে জিপি সিমের কল রেট সর্বদাই বেশি থাকে। এছাড়াও, শুধু জিপি সিম না। অন্যান্য সিমের কল রেট এখন অনেক বেশি। তাই, সবাই এখন মিনিট প্যাকেজ কিনতে চায়। কিন্তু, সাশ্রয়ী মিনিট প্যাকেজ না পাওয়ার কারণে অনেকেই মিনিট অফার কিনতে পারেন না। আপনাদের সুবিধার্থে নিচে আমি কিছু সাশ্রয়ী মিনিট প্যাকেজ উল্লেখ করে দিলাম।
Table of Contents
জিপি মিনিট অফার ২০২৩
জিপি সিমের অসংখ্য মিনিট অফার এর মাঝে ৩ দিন মেয়াদি মিনিট অফার, ৫ দিন মেয়াদি মিনিট অফার, ৭ দিন মেয়াদি মিনিট অফার, ১৫ দিন মেয়াদি মিনিট অফার এবং ৩০ দিন মেয়াদি মিনিট অফার রয়েছে। আপনার চাহিদা মতো যেকোনো মেয়াদের মিনিট অফার ক্রয় করতে পারবেন। আপনার যদি কম মেয়াদের মিনিট অফার প্রয়োজন হয়, তবে ২৪ ঘণ্টা মেয়াদ থেকে শুরু করে ৩ দিন মেয়াদের মিনিট অফার ক্রয় করতে পারেন। কিংবা, এর চেয়ে বেশি মেয়াদের মিনিট অফার কিনতে চাইলে, ৫ দিন মেয়াদের জিপি মিনিট অফার থেকে শুরু করে ৩০ দিন মেয়াদের গ্রামীণফোন মিনিট অফার কিনতে পারবেন।
স্কিলবিএন এর আজকের এই পোস্টে আপনাদের সাথে গ্রামীণফোন সিমের সকল মিনিট অফার নিয়ে আলোচনা করবো। এই পোস্টটি সম্পূর্ণ পড়লে আপনি জিপি সিমের সকল সাশ্রয়ী মিনিট অফার কেনার কোড জানতে পারবেন। যেসব মিনিট অফার নিয়ে আজকে আলোচনা করবো, সেগুলো আপনি জিপি মিনিট অফার কোড ডায়াল করেও কিনতে পারবেন কিংবা রিচার্জ করেও কিনতে পারবেন। তো চলুন, জিপি মিনিট প্যাকেজ কেনার কোড এবং জিপি রিচার্জ মিনিট অফারগুলো দেখে নেয়া যাক।
গ্রামীণফোন মিনিট অফার ২০২৩
গ্রামীণফোন সিমের কম দাম থেকে শুরু করে বেশি দামের অনেক মিনিট প্যাকেজ রয়েছে। আমরা সবাই কমদামের মাঝে ভালো মিনিট অফার খুঁজে থাকি। আপনিও যদি কমদামের মাঝে ভালো মিনিট অফার খুঁজে থাকেন, তবে নিচে দেয়া তালিকা থেকে সহজেই জিপি মিনিট অফার কোড পেয়ে যাবেন। এই মিনিট অফারগুলো অনেক কম টাকায় কিনতে পারবেন। তো চলুন, গ্রামীণফোনের সাশ্রয়ী মিনিট অফার তালিকা দেখে নেয়া যাক।
- 5Tk – Dial*121*4022# 8 মিনিট (জিপি – এনি অপারেটর) 4 ঘণ্টা (Dynamic)
- 7Tk – Dial*121*4023# 11 মিনিট (জিপি – এনি অপারেটর) 4 ঘণ্টা (Dynamic)
- 14 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*4001# 18 মিনিট (জিপি – এনি অপারেটর) 12 ঘণ্টা (Dynamic)
- 19 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*4402# 27 মিনিট (জিপি – এনি অপারেটর) 24 ঘণ্টা (Dynamic)
- 29 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*4405# 45 মিনিট (জিপি – এনি অপারেটর) 3 দিন মেয়াদ।
- 48 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*4406# 80 মিনিট (জিপি – এনি অপারেটর) 3 দিন মেয়াদ।
- 59 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*4205# 80 মিনিট (জিপি – এনি অপারেটর) 5 দিন মেয়াদ।
- 74 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*4403# 110 মিনিট (জিপি – এনি অপারেটর) 7 দিন মেয়াদ।
- 108 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*3260# 180 মিনিট (জিপি – এনি অপারেটর) 7 দিন মেয়াদ।
- 124 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*4407# 200 মিনিট (জিপি – এনি অপারেটর) 7 দিন মেয়াদ।
- 128 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*4008# 210 মিনিট (জিপি – এনি অপারেটর) 7 দিন মেয়াদ।
- 132 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*4408# 200 মিনিট (জিপি – এনি অপারেটর) 10 দিন মেয়াদ।
- 151 টাকা রিচার্জ 240 মিনিট (জিপি – এনি অপারেটর) 10 দিন মেয়াদ।
- 157 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*5074# 200 মিনিট (জিপি – এনি অপারেটর) 15 দিন মেয়াদ।
- 174 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*4410# 200 মিনিট (জিপি – এনি অপারেটর) 30 দিন মেয়াদ।
- 218 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*4400# 330 মিনিট (জিপি – এনি অপারেটর) + 512MB 30 দিন মেয়াদ।
- 248 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*4401# 400 মিনিট (জিপি – এনি অপারেটর) 30 দিন মেয়াদ।
- 258 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*4414# 400 মিনিট (জিপি – এনি অপারেটর) 30 দিন মেয়াদ।
- 378 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*4411# 600 মিনিট (জিপি – এনি অপারেটর) 30 দিন মেয়াদ।
- 498 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*4657# 750 মিনিট (জিপি – এনি অপারেটর) 30 দিন মেয়াদ।
- 799 টাকা রিচার্জ করুন কিংবা ডায়াল করুন *121*3469# 800 মিনিট (জিপি – এনি অপারেটর) + 35 GB 30 দিন মেয়াদ।
উপরে উল্লিখিত মিনিট অফারগুলো আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে কিংবা জিপি মিনিট অফার কোড ডায়াল করে কিনতে পারবেন। জিপি মিনিট অফার ৩০ দিন, জিপি ৫০০ মিনিট অফার, জিপি রিচার্জ মিনিট অফার ২০২৩, জিপি মিনিট অফার 2023, জিপি 40 মিনিট অফার ইত্যাদি সব পেয়ে যাবেন উপরে দেয়া গ্রামীণফোন মিনিট অফার এর তালিকায়।
জিপি মিনিট কেনার কোড
জিপি সিমের অসংখ্য মিনিট অফার রয়েছে। এসব মিনিট অফার এর মাঝে থেকে সাশ্রয়ী মিনিট অফার খুঁজে পাওয়া একটু মুশকিল। জিপি মিনিট কেনার কোড ডায়াল করলে আপনি অনেক সহজেই গ্রামীণফোন মিনিট প্যাকেজ ক্রয় করতে পারবেন। জিপি মিনিট অফার কেনার জন্য আমাদের জিপি মিনিট অফার কেনার কোড ডায়াল করে হয়। আপনি যদি রিচার্জ এর দোকানে যান, তাহলে তাদের অফার চার্ট এ সব গ্রামীণফোন মিনিট অফার কেনার কোড পাবেন না। আরও অনেক সাশ্রয়ী গ্রামীণফোন মিনিট অফার রয়েছে, যেগুলো আপনি মাই জিপি অ্যাপ এর ভিতরেও পাবেন না।
আপনার সুবিধার্থে এমন সকল অফার নিয়ে আজকের এই পোস্ট। উপরে যেসব অফার তালিকা দিয়েছি, সেগুলো থেকে গ্রামীণফোন মিনিট প্যাকেজ কিনতে পারেন। কিংবা, নিচে আরও কিছু গ্রামীণফোন মিনিট প্যাকেজ কেনার কোড উল্লেখ করে দিচ্ছি, সেগুলো থেকেও মিনিট অফার কিনতে পারেন।
- 16 টাকা। অফার কিনতে ডায়াল করুন – *121*4207# 24 মিনিট (যেকোনো অপারেটর) 24 ঘণ্টা মেয়াদ।(Dynamic)
- 24 টাকা। অফার কিনতে ডায়াল করুন – *121*4002# 35 মিনিট (যেকোনো অপারেটর) 24 ঘণ্টা মেয়াদ।(Dynamic)
- 33 টাকা। অফার কিনতে ডায়াল করুন – *121*3259# 48 মিনিট (যেকোনো অপারেটর) 24 ঘণ্টা মেয়াদ।(Dynamic)
- 44 টাকা। অফার কিনতে ডায়াল করুন – *121*4003# 65 মিনিট (যেকোনো অপারেটর) 3 দিন মেয়াদ।
- 53 টাকা। অফার কিনতে ডায়াল করুন – *121*4004# 80 মিনিট (যেকোনো অপারেটর) 4 দিন মেয়াদ।
- 64 টাকা। অফার কিনতে ডায়াল করুন – *121*4206# 100 মিনিট (যেকোনো অপারেটর) 7 দিন মেয়াদ।
- 78 টাকা। অফার কিনতে ডায়াল করুন – *121*4026# 120 মিনিট (যেকোনো অপারেটর) 7 দিন মেয়াদ।
- 99 টাকা। অফার কিনতে ডায়াল করুন – *121*4006# 160 মিনিট (যেকোনো অপারেটর) 7 দিন মেয়াদ।
- 182 টাকা রিচার্জ 300 মিনিট (যেকোনো অপারেটর) 7 দিন মেয়াদ।
- 117 টাকা। অফার কিনতে ডায়াল করুন – *121*4007# 185 মিনিট (যেকোনো অপারেটর) 10 দিন মেয়াদ।
- 233 টাকা। অফার কিনতে ডায়াল করুন – l *121*4008# 350 মিনিট (যেকোনো অপারেটর) 15 দিন মেয়াদ।
- 298 টাকা। অফার কিনতে ডায়াল করুন – l *121*5074# 450 মিনিট (যেকোনো অপারেটর) 30 দিন মেয়াদ।
- 307 টাকা। অফার কিনতে ডায়াল করুন – *121*4208# 500 মিনিট (যেকোনো অপারেটর) 30 দিন মেয়াদ।
- 604 টাকা। অফার কিনতে ডায়াল করুন – *121*4209# 1000 মিনিট (যেকোনো অপারেটর) 30 দিন মেয়াদ।
জিপি রিচার্জ মিনিট অফার ২০২৩
জিপি মিনিট অফার কেনার কোড বা গ্রামীণফোন মিনিট অফার কেনার কোড ডায়াল না করেই আপনি যদি শুধু মোবাইলে টাকা রিচার্জ করেই মিনিট অফার কিনতে চান, তবে নিচে দেয়া জিপি রিচার্জ মিনিট অফার ২০২৩ গুলো দেখতে পারেন। এখানে আমি ২০২৩ সালের সকল নতুন এবং সাশ্রয়ী গ্রামীণফোন মিনিট অফার কোড উল্লেখ করে দিয়েছি।
জিপি মিনিট অফার | প্যাকেজের দাম | প্যাকেজের মেয়াদ | রিচার্জ |
৪৮ মিনিট | ৩০ টাকা | ১ দিন | শুধু রিচার্জেই |
২৫০ মিনিট | ১৫১ টাকা | ১০ দিন | শুধু রিচার্জেই |
৩০০ মিনিট | ১৮২ টাকা | ৭ দিন | শুধু রিচার্জেই |
স্কিলবিএন এর আজকের এই পোস্টে আপনাদের সাথে জিপি মিনিট অফার ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি, এই পোস্টে উল্লিখিত সকল অফার এর মাঝে থেকে আপনার পছন্দের সবথেকে সাশ্রয়ী অফার কিনে নিতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ্ হাফেয।