টেলিটক নাম্বার চেক করার কোড 2023

টেলিটক সিম ব্যবহার করেন? কিন্তু আপনার টেলিটক সিমের নাম্বার জানেন না। টেলিটক নাম্বার চেক করার কোড দিয়ে ডায়াল করে অনেক সহজেই যেকোনো টেলিটক সিমের নাম্বার বের করে ফেলতে পারবেন। আপনি যদি টেলিটক সিমের নাম্বার দেখার নিয়ম সম্পর্কে না জেনে থাকেন, কিন্তু জানতে আগ্রহী হয়ে থাকেন, তবে আপনার জন্য এই পোস্ট। আজকের এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করবো, টেলিটক নাম্বার চেক করার কোড এবং টেলিটক সিমের নাম্বার দেখার নিয়ম নিয়ে। তো চলুন শুরু করা যাক।

টেলিটক হচ্ছে বাংলাদেশ সরকারের নিজস্ব একটি মোবাইল অপারেটর সেবা। দেশে একমাত্র একটি সরকারী মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে। সেটি হচ্ছে টেলিটক। টেলিটক সিমের নেটওয়ার্ক কাভারেজ কম থাকার কারণে আমাদের দেশের অনেক মানুষের কাছে এখন অব্দি টেলিটক সিম পৌঁছায়নি। পৌঁছায়নি বললে ভুল হবে, অনেকেই নেটওয়ার্ক এর সমস্যার কারণে টেলিটক সিম কিনতে চান না। কিন্তু, সব এলাকায় সমস্যা না। শহর এলাকায় টেলিটক সিমের অনেক ভালো নেটওয়ার্ক কাভারেজ পাওয়া যায়। এছাড়াও, টেলিটক সিমে রয়েছে অনেক ইন্টারনেট অফার, মিনিট অফার, এসএমএস অফার এবং বান্ডেল অফার।

টেলিটক নাম্বার চেক করার নিয়ম

টেলিটক নাম্বার চেক করার কোড

আপনার কাছে যদি একটি টেলিটক সিম থাকে এবং আপনি এই টেলিটক সিমের নাম্বার ভুলে যান, তবে হয়তো অনেক সমস্যায় পড়তে হয়েছে। কারণ, অনেক সময় আমাদের প্রয়োজনীয় সিমের নাম্বার যদি মনে করতে না পারি, তবে অনেক সমস্যায় পড়তে হয়। আপনার কাছে যদি আপনার টেলিটক সিমটি থাকে, যে সিমের নাম্বার আপনি ভুলে গেছেন বা মনে করতে পারছেন না, তবে কয়েকটি মাধ্যম অনুসরণ করে অনেক সহজেই আপনার টেলিটক সিমের নাম্বার বের করতে পারবেন। নিচে আমি টেলিটক সিমের নাম্বার বের করার সবগুলো উপায় উল্লেখ করে দিলাম।

  • টেলিটক নাম্বার চেক করার কোড
  • মাই টেলিটক অ্যাপ থেকে নাম্বার বের করা
  • কল বা এসএমএস দিয়ে নাম্বার বের করা

উপরে আমি যে ৩টি পদ্ধতি উল্লেখ করে দিয়েছি, এগুলো অনুসরণ করলে অনেক সহজেই আপনার ভুলে যাওয়া টেলিটক সিমের নাম্বার বের করতে পারবেন। নিচে আমি এই পদ্ধতিগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেছি। তো চলুন, দেখে নেয়া যাক সেগুলো।
স্কিল বিএন

টেলিটক নাম্বার চেক করার কোড

টেলিটক নাম্বার দেখার উপায়গুলোর মাঝে টেলিটক নাম্বার দেখার কোড পদ্ধতিটি অনেক সহজ। কারণ, আপনি যদি আপনার সিম থেকে একটি মাত্র কোড ডায়াল করেন, সঙ্গে সঙ্গে আপনার সিমের নাম্বার দেখতে পারবেন। আপনার ভুলে যাওয়া সিমের নাম্বার দেখার জন্য সিমটি যেকোনো একটি মোবাইলে প্রবেশ করান। এরপর আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে টেলিটক নাম্বার চেক কোড ডায়াল করুন। টেলিটক সিমের নাম্বার চেক করার কোড হচ্ছে – *৫৫১# । এই কোডটি টাইপ করে ডায়াল করবেন টেলিটক সিম থেকে। এরপর একটি ফ্ল্যাশ ম্যাসেজে আপনার টেলিটক সিমের নাম্বার দেখতে পাবেন।

টেলিটক নাম্বার দেখার কোড হচ্ছে – *৫৫১# । 

মাই টেলিটক অ্যাপ থেকে নাম্বার বের করা

টেলিটক নাম্বার দেখার কোড

আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন থাকে, তবে অনেক সহজেই টেলিটক সিমের নাম্বার বের করা, টেলিটক সিমের সকল অফার চেক করা, টেলিটক অফার ক্রয় করা এবং টেলিটক সিম বিষয়ক অন্যান্য কাজ করতে পারবেন। এজন্য আপনাকে প্রথমেই আপনার মোবাইল থেকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর ওপেন করতে হবে। এরপর, My Teletalk লিখে সার্চ দিতে হবে। এরপর যে অ্যাপটি আপনার সামনে আসবে, সেটি ইন্সটল করে নিতে হবে। এরপর, অ্যাপটি ওপেন করবেন। অ্যাপ এ লগিন করার জন্য আপনার সিমের নাম্বার মনে থাকতে হবে। যদি আপনার টেলিটক সিমের নাম্বার মনে না থাকে, তবে উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করতে পারেন।

উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে টেলিটক নাম্বার চেক করার কোড ডায়াল করে আপনার সিমের নাম্বার দেখতে পারবেন। এরপর এই নাম্বার দিয়ে মাই টেলিটক অ্যাপ এ লগইন করে নিবেন। পরবর্তীতে আপনার সিমের নাম্বার ভুলে গেলে মাই টেলিটক অ্যাপ ওপেন করলে আপনার সিমের নাম্বার দেখতে পারবেন। এজন্য আপনাকে আলাদা করে টেলিটক নাম্বার দেখার কোড ডায়াল করতে হবে না। এছাড়াও, মাই টেলিটক অ্যাপ ব্যবহার করে আপনি টেলিটক সিমের সকল অফার কিনতে পারবেন এবং কল হিস্টোরি ইত্যাদি চেক করতে ও কমপ্লেইন করতে পারবেন।

কল বা এসএমএস দিয়ে নাম্বার বের করা

আপনার টেলিটক সিমের নাম্বার ভুলে গেলে একটি ছোট্ট কাজ করে আপনার সিমের নাম্বার চেক করতে পারবেন। এজন্য আপনার সিমে অবশ্যই ব্যালান্স থাকতে হবে। আপনার সিমে যদি ব্যালান্স থাকে, তবে আপনার টেলিটক সিম থেকে আপনার অন্য নাম্বার বা আপনার পরিবার/বন্ধুর নাম্বারে একটি কল বা ম্যাসেজ দিন। এতে করে তাদের ফোনে আপনার নাম্বার চলে যাবে। এভাবে করেও আপনি অনেক সহজেই আপনার ভুলে যাওয়া টেলিটক সিমের নাম্বার বের করতে পারবেন।

উপসংহার

স্কিল বিএন এর আজকের এই পোস্টে আপনাদের সাথে টেলিটক সিম এর নাম্বার বের করার কোড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আজকের এই পোস্টটি পড়ে আপনি আপনার ভুলে যাওয়া টেলিটক সিমের নাম্বার বের করতে পেরেছেন। যদি কোনো সমস্যা ফেস করেন, তবে অবশ্যই মন্তব্য করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেয।

Leave a Comment