নগদ একাউন্ট খুলতে চান, নগদ একাউন্ট ব্যবহার করে লেনদেন করতে চান, কিন্তু নগদ একাউন্ট খোলার নিয়ম জানেন না? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্যই। স্কিল বিএন এর আজকের এই পোস্টে আপনাদের সাথে নগদ অ্যাকাউন্ট খোলার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি এই পোস্টটি সম্পূর্ণ পড়েন, সহজেই নগদ একাউন্ট খোলার পদ্ধতি, নগদ একাউন্ট খোলার সহজ উপায়, নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়, নগদ অ্যাকাউন্ট খোলার নিয়ম এসব বিষয়ে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন।
Table of Contents
নগদ কী?
বাংলাদেশে কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন হচ্ছে নগদ। অর্থাৎ, আপনি যদি নগদ একাউন্ট তৈরি করেন, তবে দেশের যেকোনো জায়গায় মুহূর্তের মাঝে টাকা পাঠাতে পারবেন। অনেক সময় আমাদের বন্ধু কিংবা পরিবারের কেউ যদি আর্থিক সমস্যায় থাকে, তবে আমরা এই মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে মুহূর্তের মাঝে তাদেরকে টাকা পাঠাতে পারবো। শুধু পরিবার বা বন্ধুদের কাছে টাকা পাঠানোই না, নগদ একাউন্ট ব্যবহার করে আমরা যেকোনো ধরণের পেমেন্ট করতে পারি, মোবাইল রিচার্জ করতে পারি, ইলেক্ট্রিসিটি/গ্যাস/ইন্টারনেট এর বিল পে করতে পারি, ইত্যাদি লেনদেন করতে পারি নগদ দিয়ে।
নগদের বিভিন্ন অফার
নগদে অনেক অফার এবং ক্যাম্পেইন থাকে। এসব ক্যাম্পেইন এ অংশগ্রহন করে কিংবা অফারগুলো নিয়ে অনেক লাভবান হতে পারবেন। যেমন – এখন নগদের BMW গাড়ি এর ক্যাম্পেইন চলছে। এছাড়াও মোটরসাইকেল, ফ্রিজ, মোবাইল সহ বিভিন্ন ধরণের উপহার দিচ্ছে নগদ। নগদ দিয়ে পেমেন্ট করলে আপনিও জিতে যেতে পারেন এসব উপহার। এছাড়াও, নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করলে বিভিন্ন পরিমাণে টাকা ক্যাশব্যাক পাওয়া যায়। এছাড়াও, বিভিন্ন সুপার মলে যদি নগদ দিয়ে টাকা পে করেন, তবে নির্দিষ্ট পরিমাণে টাকা ক্যাশব্যাক বা ছাড় পেতে পারেন। তো চলুন, পোস্টের মূল বিষয়ে ফিরে আসা যাক।
নগদ একাউন্ট খোলার নিয়ম
নগদ একাউন্ট তৈরি করতে চান কিন্তু নগদ অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম না জানলে চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি নগদ একাউন্ট তৈরি করতে আগ্রহী হয়ে থাকেন, তবে কয়েকটি পদ্ধতি অবলম্বন করে অনেক সহজেই একটি নগদ একাউন্ট তৈরি করতে পারবেন। আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন থাকে তবে নিজেই নগদ একাউন্ট তৈরি করতে পারবেন। এজন্য আপনাকে কাস্টমার কেয়ারের বা নগদ এজেন্ট এর কাছে যেতে হবে না। কিন্তু, আপনার কাছে যদি একটি বাটন ফোন থাকে, তবু আপনি নিজে থেকেই একটি নগদ একাউন্ট তৈরি করতে পারবেন। অথবা আপনি চাইলে নগদ এজেন্ট কিংবা নগদ কাস্টমার কেয়ার এর সাহায্য নিয়ে নগদ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
নগদ এ মূলত তিন ধরণের একাউন্ট রয়েছে। আপনি যদি সাধারণ লেনদেন করার জন্য এবং নিজের ব্যক্তিগত লেনদেন এর জন্য একটি একাউন্ট তৈরি করতে চান, তবে আপনাকে পার্সোনাল একাউন্ট তৈরি করতে হবে। তবু আমি নিচে নগদ এর তিন ধরণের একাউন্ট এর নাম উল্লেখ করে দিলাম।
- নগদ পার্সোনাল অ্যাকাউন্ট
- নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট
- নগদ উদ্যোক্তা অ্যাকাউন্ট
নগদ একাউন্ট তৈরি করার যেসব পদ্ধতি রয়েছে সেগুলো নিচে উল্লেখ করে দিয়েছি। নিম্নোক্ত সকল পদ্ধতি নিয়ে আজকের এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করবো।
- কোড ডায়াল করে নগদ একাউন্ট তৈরি করা
- নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট তৈরি করা
- এজেন্ট এর কাছে থেকে নগদ একাউন্ত তৈরি করে নেয়া
- কাস্টমার কেয়ারে গিয়ে নগদ একাউন্ত তৈরি করে নেয়া
উপরে যেসব পদ্ধতি উল্লেখ করে দিয়েছি, এগুলোর যেকোনো একটি অনুসরণ করলেই আপনি সফলভাবে একটি নগদ একাউন্ট তৈরি করতে পারবেন। আজকের এই পোস্টে আপনাদের সাথে শুধুমাত্র নগদ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম নিয়ে আলোচনা করবো। অন্যান্য নগদ একাউন্ট খোলার নিয়ম আরেকটু জটিল। সেসব নিয়ে পরবর্তীতে পোস্ট করবো।
কোড ডায়াল করে নগদ একাউন্ট খোলার নিয়ম
সম্প্রতি কয়েক বছর যাবত নগদ সকল মোবাইল অপারেটর কোম্পানির সাথে মিলে একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে আপনি যে সিম ব্যবহার করছেন, সেই সিম থেকে যদি নগদ একাউন্ট দেখার কোড ডায়াল করেন, তবে অনেক সহজেই কোনো ছবি তোলা ছাড়া এবং এনআইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খুলতে পারবেন। অনেকেই কোড ডায়াল করে নগদ একাউন্ট খোলার নিয়ম জানতে চান। কিন্তু, সঠিক নির্দেশনা না পাওয়ার কারণে নগদ একাউন্ট কোড ডায়াল করে খুলতে পারেন না। নগদ একাউন্ট খোলার কোড হচ্ছে – *167# । এই কোডটি যেকোনো সিম থেকে ডায়াল করলে আপনি নগদ একাউন্ট খুলতে পারবেন।
কোড ডায়াল করে নগদ একাউন্ট খোলার পদ্ধতি
আপনি যদি কোড ডায়াল করে নগদ একাউন্ট খুলতে চান, তবে নিচে দেখানো সকল ধাপ মনোযোগ সহকারে অনুসরণ করতে হবে। নিচে আমি নগদ একাউন্ট খোলার নিয়ম ও পদ্ধতি বিস্তারিত ধাপে ধাপে উল্লেখ করে দিয়েছি।
- ধাপ ১ – প্রথমেই আপনার মোবাইল(স্মার্ট ফোন বা বাটন ফোন) থেকে ডায়াল প্যাড ওপেন করবেন। এরপর নগদ একাউন্ট খোলার কোড *১৬৭# ডায়াল করবেন।
- ধাপ ২ – এরপর আপনার সামনে নিচে দেখানো ইমেজ এর মতো কিছু অপশন আসবে। এখানে আপনার ৪ ডিজিট এর পিন নাম্বার সেট করবেন। এই পিন নাম্বারটি মনে রাখবেন। কারণ, এটি পরবর্তীতে আপনার লেনদেন করার সময় প্রয়োজন হবে। পিন নাম্বার সেট করার পর সেন্ড করবেন, এরপর আবারও পিন নাম্বার চাইবে, পিন নাম্বার দিবেন।
- ধাপ ৩ – একাউন্টে জমানো টাকার উপর মুনাফা নিতে চান কি না সেটি নিশ্চিত করুন।
এভাবে করে অনেক সহজেই কোড ডায়াল করে নগদ একাউন্ট তৈরি করতে পারবেন। এভাবে করে কোড ডায়াল করে নগদ অ্যাকাউন্ট তৈরি করলে আপনি যে সিম দিয়ে নগদ অ্যাকাউন্ট তৈরি করছেন, সেই সিম যে জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্টার করা, সেই সিমের জাতীয় পরিচয় পত্র দিয়ে নগদ অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে। পরবর্তীতে যদি আপনার নগদ একাউন্ট এ কোনো সমস্যা হয়, তবে ঐ সিমের মালিক এবং তার এনআইডি কার্ড প্রয়োজন হবে। কোড ডায়াল করে নগদ একাউন্ট খোলার নিয়ম তো জানা হলো। এখন চলুন, নগদ অ্যাপ ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খোলার নিয়ম দেখে নেয়া যাক।
নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম
আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে, তবে অনেক সহজেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে Nagad অ্যাপ ইন্সটল করে নিয়ে একটি নগদ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট তৈরি করতে হলে আপনার প্রয়োজন হবে একটি সচল মোবাইল নাম্বার, ইন্টারনেট কানেকশন, ভোটার আইডি কার্ড এবং যে ব্যক্তির আইডি কার্ড তার উপস্থিতি। আপনার কাছে এসবকিছুই থাকে তবে নিচে দেখানো ধাপগুলো অনুসরণ করে আপনার মোবাইল দিয়ে সহজেই নগদ অ্যাপ ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং ডাক বিভাগের ডিজিটাল লেনদেন এর মাধ্যম ব্যবহার করতে পারবেন।
নগদ অ্যাপ দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
নগদ অ্যাপ ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে হলে আপনার কাছে একটি স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এগুলো যদি থাকে, তবে নিম্নে উল্লিখিত নগদ অ্যাকাউন্ট খোলার পদ্ধতি অনুসরণ করে একটি নগদ অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন।
- ধাপ ১ – প্রথমেই আপনার মোবাইলে থাকা প্লে স্টোর বা অ্যাপ স্টোর ওপেন করে সার্চ করবেন Nagad লিখে। এরপর, নগদ এর মোবাইল অ্যাপ আপনার সামনে এসে যাবে। অ্যাপটি ইন্সটল করে নিবেন।
- ধাপ ২ – অ্যাপটি ইন্সটল হয়ে গেলে ওপেন করে নিবেন। এরপর সচল একটি মোবাইল নাম্বার দিবেন, সিম নাম্বারের অপারেটর সিলেক্ট করে দিবেন এবং সেই নাম্বারে কোড আসলে কোড বসিয়ে দিবেন।
- ধাপ ৩ – KYC তথ্য দিবেন। অর্থাৎ, আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি তুলে দিবে।
- ধাপ ৪ – এরপর আপনার সেলফি তুলে দিবেন।
- ধাপ ৫ – এখন আপনার নগদ একাউন্ট এর জন্য একটি পিন সেট করে নিন। এই পিন নাম্বারটি পরবর্তীতে লেনদেন করার সময় প্রয়োজন হবে। তাই, পিন নাম্বারটি মনে রাখবেন।
উপরে দেখানো সকল ধাপ সঠিকভাবে অনুসরণ করলে আপনি সহজেই নগদ অ্যাপ দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আশা করছি নগদ অ্যাকাউন্ট খোলার নিয়ম নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই। কোড ডায়াল করে এবং অ্যাপ দিয়ে কীভাবে নগদ অ্যাকাউন্ট তৈরি করতে হয় এ সব কিছু বিস্তারিত বর্ণনা করেছি। এমন আরও পোস্ট পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আল্লাহ হাফেয।