নতুন নগদ একাউন্ট খুলেছেন কিন্তু নগদ একাউন্ট দেখার নিয়ম জানেন না? নগদ একাউন্ট দিয়ে কীভাবে লেনদেন করতে হয় জানেন না? যারা নতুন নগদ একাউন্ট তৈরি করে তাদের মাঝে অনেকেই জানে না যে কীভাবে নগদ একাউন্ট ব্যবহার করতে হয়। নগদ একাউন্ট দিয়ে কীভাবে লেনদেন করতে হয়। আপনাদের সমস্যার কথা চিন্তা করে আমি আজকের এই পোস্ট নিয়ে হাজির হয়েছি। স্কিল বিএন এর আজকের এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করবো, কীভাবে নগদ একাউন্ট চেক করতে হয়, নগদ একাউন্ট দেখার কোড, নগদ একাউন্ট দিয়ে লেনদেন করার উপায়। তো চলুন, দেরি না করে শুরু করা যাক।
নগদ বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান। বিকাশ এর পর যদি কোনো জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা বাংলাদেশে থেকে থাকে , তবে সেটি হচ্ছে নগদ। নগদ অনেক দ্রুত সময়ে বাংলাদেশের বাজারে তাদের পরিধি বৃদ্ধি করার চেষ্টা করছে। এজন্য, পেমেন্ট করার মাধ্যমে বিভিন্ন ধরণের উপহার দেয়ার ক্যাম্পেইন অব্দি চালাচ্ছে। এতে করে নতুন এবং পুরাতন নগদ ব্যবহারকারি অনেকেই লাভবান হচ্ছে। অনেকেই মোটরসাইকেল , ফ্রিজ, মোবাইল অব্দি গিফট পেয়েছে। আপনি যদি একজন নতুন নগদ ব্যবহারকারি হয়ে থাকেন, তবে আপনার জন্য নগদ একাউন্ট দেখার কোড এবং নগদ একাউন্ট দেখার নিয়ম জানা আবশ্যক। নয়তো নগদ একাউন্ট ব্যবহার করে লেনদেন করতে পারবেন না।
Table of Contents
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখার দুইটি নিয়ম রয়েছে। আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন থাকে তবে নিম্নে উল্লিখিত দুইটি পদ্ধতি অনুসরণ করেই আপনার নগদ একাউন্ট দেখতে এবং নগদ একাউন্ট দিয়ে লেনদেন করতে পারবেন। কিন্তু, আপনার কাছে যদি একটি ফিচার ফোন বা বাটন ফোন থাকে তবে শুধু মাত্র একটি পদ্ধতি ব্যবহার করে নগদ একাউন্ট দেখতে এবং নগদ একাউন্ট ব্যবহার করে লেনদেন করতে পারবেন। তো চলুন, দেখে নেয়া যাক, কি কি সেই পদ্ধতিগুলো।
- নগদ একাউন্ট দেখার কোড দিয়ে
- নগদ মোবাইল অ্যাপ ব্যবহার করে
উপরে উল্লিখিত দুইটি পদ্ধতি অনুসরণ করেই আপনি আপনার নগদ একাউন্ট ব্যবহার করতে পারবেন। আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে তবে উপরে উল্লিখিত দুইটি পদ্ধতি অনুসরণ করেই নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। কিন্তু, আপনার কাছে যদি একটি বাটন ফোন থাকে, তবে শুধু কোড ডায়াল করে নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। নিচে আমি এই দুইটি পদ্ধতি ব্যবহার করে কীভাবে নগদ একাউন্ট চেক করতে হয় এবং কীভাবে লেনদেন করতে হয় সে সমন্ধে বিস্তারিত আলোচনা করবো।
নগদ একাউন্ট দেখার কোড দিয়ে
নগদ একাউন্ট চেক করার কোড ব্যবহার করে আপনি যেকোনো মোবাইল থেকেই আপনার নগদ একাউন্ট দেখতে পারবেন। নগদ একাউন্ট এর ব্যালান্স চেক করতে চাইলে আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে একটি কোড ডায়াল করতে হবে। এই কোডটি ডায়াল করলে আপনার সিম দিয়ে রেজিস্টার করা নগদ একাউন্ট দেখতে পারবেন। নগদ একাউন্ট দেখার কোডটি হচ্ছে *167# । নগদ একাউন্ট চেক করার কোডটি ডায়াল করলে আপনার সামনে অনেকগুল অপশন আসবে। এখানে থেকে আপনি নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে যে লেনদেন করতে চাচ্ছেন, সেটি করতে পারবেন। নগদ একাউন্ট চেক করার কোড *167# ডায়াল করার পর নিচে দেয়া অপশনগুলো আপনার সামনে আসবে –
- Cash Out
- Send Money
- Mobile Recharge
- Payment
- Bill Pay
- EMI Payment
- My Nagad
- PIN Reset
উপরের অপশনগুলো আসার পর আপনি যে ধরণের লেনদেন করতে চাচ্ছেন সেই নাম্বার টাইপ করে সেন্ড করবেন। উদাহরণস্বরূপ – আপনি নগদ থেকে টাকা ক্যাশ আউট করতে চান, তবে 1 টাইপ করে সেন্ড করতে হবে। কারণ, ক্যাশ আউট 1 নাম্বারে আছে। এভাবে করে বাকী লেনদেন গুলাও করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে নগদ একাউন্ট দেখার কোড দিয়ে লেনদেন করতে হয়।
নগদ মোবাইল অ্যাপ ব্যবহার করে
আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন থাকে, তবে অনেক সহজেই নগদ একাউন্ট ব্যবহার করে যেকোনো ধরণের লেনদেন করতে পারবেন। যেমন : Cash Out, Send Money, Mobile Recharge, Payment, Bill Pay, PIN Reset ইত্যাদি। এছাড়াও, অনেক সহজেই নগদ একাউন্ট ব্যালান্স চেক করতে পারবেন এই অ্যাপ থেকে। নগদ অ্যাপ ব্যবহার করার জন্য আপনাকে Nagad অ্যাপটি প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে হবে। আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর ওপেন করে সেখানে Nagad লিখে সার্চ দিলেই এই অ্যাপটি পেয়ে যাবেন। এরপর, অ্যাপটি ইন্সটল করে ওপেন করতে হবে। অতঃপর, আপনার নগদ একাউন্ট এর নাম্বার, পিন নাম্বার এবং আপনার নাম্বারে আসা পিন নাম্বার দিলেই নগদ একাউন্ট ব্যবহার করতে পারবেন।
উপরে যেভাবে উল্লেখ করে দিয়েছি, সেভাবে করে অনেক সহজেই নগদ একাউন্ট চেক করতে পারবেন। নগদ অ্যাকাউন্ট চেক করতে বা নগদ অ্যাকাউন্ট দেখতে যদি কোনো সমস্যা হয় তবে অবশ্যই মন্তব্য করবেন।