ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

আমাদের দেশে মোবাইল ব্যাংকিং এর দিক থেকে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে বিকাশ। বিকাশ একাউন্ট দিয়ে লেনদেন করতে চাইলে, বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানা জরুরী। আপনি যদি বিকাশ ব্যবহার করতে চান, কিন্তু বিকাশ একাউন্ট খোলার নিয়ম না জানেন, তবে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

স্কিল বিএন এর আজকের এই পোস্টে আপনাদের সাথে ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম এবং বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম নিয়ে আলোচনা করবো। তো চলুন, শুরু করা যাক।

বিকাশ একাউন্ট খোলার জন্য যা যা প্রয়োজন

বিকাশ একাউন্ট খুলতে হলে আমাদের কিছু ডকুমেন্ট এর প্রয়োজন হবে। এছাড়াও, আরও কিছু তথ্য প্রয়োজন হবে। বিকাশ একাউন্ট খুলতে যা যা প্রয়োজন, সেগুলো নিচে উল্লেখ করে দিলাম।

  • সচল মোবাইল নাম্বার
  • জাতীয় পরিচয় পত্র
  • জাতীয় পরিচয় পত্রের মালিকের সেলফি

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

বিকাশ একাউন্ট খোলার কয়েকটি নিয়ম রয়েছে। আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে, তবে নিজে থেকেই বিকাশ একাউন্ট খুলতে পারবেন। কিংবা, আপনার হাতের বাটন মোবাইল দিয়েও বিকাশ একাউন্ট তৈরি করতে পারবেন।

বিকাশ একাউন্ট খোলার জন্য, প্রথমেই বিকাশ অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে হবে। এরপর, আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার ছবি সাবমিট করার মাধ্যমে সহজেই একটি বিকাশ একাউন্ট খুলতে পারবেন।

ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়মগুলো হচ্ছে,

  • বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খোলা
  • কোড ডায়াল করে বিকাশ একাউন্ট খোলা
  • এজেন্ট এর থেকে বিকাশ একাউন্ট খোলা
  • কাস্টমার কেয়ার থেকে বিকাশ একাউন্ট খোলা

তো চলুন, উপরে উল্লিখিত পদ্ধতিগুলো অনুসরণ করে কিভাবে ঘরে বসে বিকাশ একাউন্ট খুলতে হয়, দেখে নেয়া যাক।

বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে, তবে সেটি দিয়ে সহজেই বিকাশ একাউন্ট খুলতে পারবেন। স্মার্টফোন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম হচ্ছে,

প্রথমেই প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ইন্সটল করে নিবেন।

বিকাশ একাউন্ট তৈরি করার নিয়ম

  1. এরপর, বিকাশ অ্যাপ ওপেন করবেন।
  2. আপনার যে নাম্বারে বিকাশ একাউন্ট তৈরি করতে চান, সেটি দিয়ে পরবর্তী ধাপে যাবেন।
  3. এরপর, আপনার সিমের অপারেটর নাম নির্বাচন করে আবারও পরবর্তী ধাপে যাবেন।
  4. অতঃপর, আপনার দেয়া নাম্বারে একটি ওটিপি কোড আসবে, সেটি দিয়ে এন্টার করবেন।
  5. এখন বিকাশের সকল নিয়ম এবং শর্তাবলী মেনে নিয়ে আবারও পরবর্তী ধাপে যাবেন।
  6. অতঃপর, আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের এবং পিছনের ছবি তুলে সাবমিট করবেন।
  7. এখন, জাতীয় পরিচয় পত্র অনুযায়ী সকল তথ্য যাচাই করে নিয়ে আবারও সাবমিট করবেন।
  8. পরবর্তী ধাপে আপনার সেলফি তুলে সাবমিট করে দিবেন।

এভাবে করে সহজেই ঘরে বসে বিকাশ পার্সোনাল একাউন্ট তৈরি করে নিতে পারবেন।

বিকাশ একাউন্ট খোলার পর করণীয়

অ্যাপ দিয়ে সকল ধাপ অনুসরণ করে বিকাশ একাউন্ট খোলার পর, আপনার মোবাইল একটি ম্যসেজ আসবে। আপনার বিকাশ একাউন্ট তৈরির প্রক্রিয়া সফল হয়েছে এমন একটি ম্যাসেজ আসবে। এরপর, আপনাকে বিকাশ একাউন্ট এর পিন সেট করতে হবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  • মোবাইল ডায়াল প্যাড ওপেন করে *২৪৭# ডায়াল করুন।
  • 1 লিখে সেন্ড করে দিবেন।(Active Menu Pin)
  • এরপর, আপনাকে বিকাশ একাউন্ট এর পিন সেট করতে হবে। ৫ ডিজিট এর একটি পিন দিয়ে সেন্ড করে দিবেন।
  • আবারও আপনার থেকে পূর্বে দেয়া পিন চাইবে, সেটি দিয়ে আবারও সেন্ড করে দিবেন।
  • পিন নাম্বার সঠিক দিলে আপনার বিকাশ একাউন্ট একটিভ হয়ে যাবে।

এভাবে করে সহজেই বিকাশ একাউন্ট তৈরি করার পর একাউন্ট এর পিন সেট করে নিতে পারবেন।

এজেন্ট থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

আপনার কাছে যদি একটি স্মার্টফোন না থাকে, তবে এজেন্ট এর কাছে থেকে সহজেই একটি বিকাশ একাউন্ট তৈরি করে নিতে পারবেন। এজন্য, আপনার আশে পাশে যেকোনো এজেন্ট এর দোকান যাবেন। সঙ্গে আপনার জাতীয় পরিচয়পত্র এবং একটি সচল মোবাইল নাম্বার নিয়ে যেতে হবে। এরপর, এজেন্ট আপনার নাম্বারে একটি বিকাশ একাউন্ট তৈরি করে দিতে পারবেন নিমিশেই।

আরও পড়ুন – উপায় একাউন্ট দেখার নিয়ম

এজেন্ট এর কাছে গিয়ে বিকাশ একাউন্ট খোলার কথা বললে, আপনার থেকে জাতীয় পরিচয় পত্রটি নিবে এবং আপনার নাম্বার নিবে। এরপর, আপনার নাম্বারে একটি কোড পাঠাবে। এই কোড দেয়ার পর, আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি তুলবে। অতঃপর, আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী এজেন্ট এর কাছে থাকা বিকাশ অ্যাপ দিয়ে সকল তথ্য যাচাই করে নিতে হবে।

অতঃপর, আপনার সেলফি তুলতে হবে। সেলফি তোলার সময় চোখের পলক ফেলতে হবে, ডানে এবং বামে তাকাতে হবে। এরপর, বিকাশ একাউন্ট এর পিন নাম্বার সেট করে নিলেই এজেন্ট এর কাছে থেকে আপনার বিকাশ একাউন্ট তৈরি করে নেয়া হয়ে যাবে।

বিকাশ একাউন্ট এর পিন ভুলে যাওয়া চলবে না। পিন ভুলে গেলে আপনার বিকাশ একাউন্ট এর পিন আবারও রিসেট করতে হতে পারে। লেনদেন করার সময় বিকাশ একাউন্ট এর পিন ভুল করে কয়েবার দেয়া হলে, আপনার বিকাশ একাউন্ট লক হয়ে যেতে পারে।

আমাদের শেষ কথা

স্কিল বিএন এর আজকের এই পোস্টে আপনাদের সাথে ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম নিয়ে আলোচনা করেছি। এই পোস্টে উল্লেখ করে দেয়া নিয়ম অনুসরণ করে সহজেই মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ এর পার্সোনাল একাউন্ট তৈরি করে নিতে পারবেন। আশা করছি, এই পোস্টটি আপনার জন্য অনেক সহযোগী হবে। এমন আরও পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

Leave a Comment