রবি এসএমএস কেনার কোড ডায়াল করলে আমরা সিমে থাকা ব্যলান্স দিয়ে সহজেই এসএমএস প্যাক কিনতে পারি। আপনি যদি রবি সিমে এসএমএস প্যাক কিনতে চান, কিন্তু রবিতে এসএমএস কেনার কোড না জানেন, তবে এই পোস্ট থেকে রবি এসএমএস প্যাক কোড জানতে পারবেন। স্কিল বিএন এর আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়লে, রবি ৫ টাকায় ১০০ এসএমএস অফার, ১০ টাকায় ২০০ রবি এসএমএস কেনার কোড, 20 টাকায় 500 রবি এসএমএস অফার সহ আরও অনেক রবি ম্যাসেজ কেনার কোড জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক।
Table of Contents
রবি এসএমএস কেনার কোড
সকল সিমের এসএমএস প্যাকেজ এর দাম বৃদ্ধির কারণে অনেকেই এখন রবি সিম দিয়ে এসএমএস প্যাক কিনে থাকে। কারণ, রবি সিমে এসএমএস প্যাকেজ এর দাম এখনো অনেক কম রয়েছে। রবিতে এসএমএস কেনার কোড ডায়াল করে অনেক কম টাকায় বেশি এসএমএস পাওয়া যায়। অনেকেই রবি মেসেজ কেনার কোড জানে না। তাই, এসএমএস কিনতে চাইলেও এসএমএস কিনতে পারে না।
তো চলুন, আজ আপনাদের সাথে রবি সিমের সকল এসএমএস প্যাক কেনার কোড শেয়ার করি। এতে করে, আপনার রবি সিমে ব্যালান্স থাকলে, শুধুমাত্র রবি ম্যাসেজ কেনার কোড ডায়াল করেই এসএমএস কিনতে পারবেন।
রবি এসএমএস কেনার কোড ২০২৩
রবি সিমে এসএমএস কেনার কোড হচ্ছে *121*2*7# । আপনার রবি সিমে এই কোড ডায়াল করলে সিমের ব্যালান্স দিয়ে সহজেই ম্যাসেজ কিনতে পারবেন। রবি মেসেজ কেনার কোড ডায়াল করার পর আপনি কয়েকটি মেসেজ অফার দেখতে পাবেন। আপনার যে রবি এসএমএস অফারটি পছন্দ, সেই অফারটি ক্রয় করতে পারেন। নিচে আপনাদের জন্য কিছু রবি এসএমএস অফার কোড উল্লেখ করে দিয়েছি। এগুলো ডায়াল করলে সহজেই এসএমএস অফার চেক করতে এবং কিনতে পারবেন।
রবি ৫ টাকায় ১০০ এসএমএস
রবি ৫ টাকায় ১০০ এসএমএস অফার কিনতে হলে আপনাকে এই অফারের কোড ডায়াল করতে হবে। রবি ৫ টাকায় ১০০ এসএমএস অফার কোড হচ্ছে *121*2*7*1*1# । এই কোড ডায়াল করার পর আপনার সিমে ব্যালান্স থাকলে, ৫ টাকার বিনিময়ে ১০০ এসএমএস অফার কিনতে পারবেন। এসএমএস অফারটির মেয়াদ হচ্ছে ৩ দিন।
১০ টাকায় ২০০ রবি এসএমএস অফার
রবিতে ১০ টাকায় ২০০ এসএমএস অফার কিনতে হলে ডায়াল করুন *121*2*7*2*1# । এই কোড ডায়াল করার পর আপনার সিমে ১০ টাকা সমপরিমাণ ব্যালান্স থাকলে ১০ টাকায় ২০০ রবি এসএমএস অফার পেয়ে যাবেন। রবি এসএমএস অফারটির মেয়াদ হচ্ছে ৭ দিন।
আরও পড়ুন – টেলিটক ইন্টারনেট অফার তালিকা
রবি ২০ টাকায় ৫০০ এসএমএস অফার
রবি ২০ টাকায় ৫০০ এসএমএস অফার কিনতে ডায়াল করুন *121*2*7*3*1# কোডটি। রবি এসএমএস কেনার কোডটি ডায়াল করার পর আপনার সিম থেকে ২০ টাকা কেটে নিয়ে এসএমএস ব্যালান্স এ ৫০০ এসএমএস যুক্ত হয়ে যাবে। রবি মেসেজ অফারটির মেয়াদ হচ্ছে ৩০ দিন।
রবি মেসেজ কেনার কোড
শুরুর দিকে, রবি সিমে ২০ টাকায় ১৫০০ এসএমএস অফার কিনতে পাওয়া যেতো। রবি ৫ টাকায় ৫০০ এসএমএস অফার পাওয়া যেতো। কিন্তু, এখন সবকিছুর মূল্যবৃদ্ধি হবার কারণে, এসএমএস অফার এর দাম বেড়ে গেছে। আপনি যদি এখন রবি সিমে এসএমএস অফার কিনতে চান, তবে রবি ৫ টাকায় ১০০ এসএমএস অফার, রবি ১০ টাকায় ২০০ এসএমএস অফার এবং রবি ২০ টাকায় ৫০০ এসএমএস অফার কিনতে পারবেন।
উপরে উল্লিখিত রবি মেসেজ অফার কোডগুলো উল্লেখ করে দিয়েছি। এই কোড ডায়াল করার মাধ্যমে আপনার রবি সিমের ব্যালান্স দিয়ে এসএমএস অফার কিনতে পারবেন। রবি এসএমএস অফারগুলো শুধুমাত্র রবিতে এসএমএস কেনার কোড ডায়াল করেই কেনা যাবে। এসব এসএমএস অফার আপনি রিচার্জ করে কিংবা মাই রবি অ্যাপ থেকে কিনতে পারবেন না।
রবি এসএমএস চেক কোড
রবি সিমে এসএমএস অফার কিনলে, সিমে কয়টি এসএমএস আছে চেক করতে হয়। আপনার রবি সিমে কয়টি এসএমএস আছে বা রবি এসএমএস অফার চেক করতে হলে মাই রবি অ্যাপ ব্যবহার করতে পারেন, কিংবা রবি এসএমএস চেক করার কোড ডায়াল করতে পারেন।
রবি এসএমএস চেক কোড হচ্ছে *222*12# । এই কোডটি ডায়াল করলে আপনার রবি সিমে কয়টি এসএমএস আছে, চেক করতে পারবেন।
আমাদের শেষ কথা
স্কিল বিএন এর আজকের এই পোস্টে আপনাদের সাথে রবি এসএমএস কেনার কোড এবং রবি মেসেজ অফার শেয়ার করেছি। আপনি যদি রবি সিমে এসএমএস অফার কিনতে চান, তবে এই পোস্টে উল্লেখ করে দেয়া সাশ্রয়ী রবি এসএমএস অফারগুলো আপনার কাজে আসবে। এছাড়াও, আপনি রবি এসএমএস চেক কোড ডায়াল করে সহজেই আপনার সিমে থাকা এসএমএস ব্যালান্স চেক করতে পারবেন।