গ্রামীণফোন সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন? তাহলে তো ইন্টারনেট প্যাকেজ কিনে থাকবেন। গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ এর দাম পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। তাই, আমরা এখন মনের মতো অফার কিনতে পারি না। আপনিও যদি একই সমস্যায় পড়ে থাকেন, তবে আজকের এই পোস্টে যেসব জিপি ইন্টারনেট অফার শেয়ার করবো, সেগুলো আপনার জন্য সহায়ক হবে। স্কিলবিএন এর আজকের এই পোস্টে আপনাদের সাথে জিপি ইন্টারনেট অফার নিয়ে আলোচনা করবো। তো চলুন, শুরু করা যাক।
Table of Contents
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ
জিপি সিম ব্যবহার করলে এটা নিশ্চয়ই জানেন যে জিপি সিমের যেসব ইন্টারনেট অফার আছে, সেগুলোর দাম সর্বদা বেশি থাকে। এজন্য অনেকেই জিপি ইন্টারনেট অফার, জিপি মিনিট অফার কেনাকে বিলাসিতা মনে করে। কিন্তু, জিপি সিমে এমন কিছু ইন্টারনেট অফার রয়েছে, যেগুলো অনেক সাশ্রয়ে কিনতে পারবেন। অর্থাৎ, অনেক বেশি দামে এখন থেকে আর ইন্টারনেট অফার কিনতে হবে না। আপনার কাছে যদি একটি জিপি সিম থাকে এবং আপনি সেই জিপি সিমে ইন্টারনেট অফার কিনতে চান, তাহলে নিচে দেয়া ইন্টারনেট প্যাকেজগুলো দেখতে পারেন।
জিপি ইন্টারনেট অফার ২০২৩
জিপি সিমের জন্য অনেক ইন্টারনেট অফার রয়েছে। যেমন, জিপি ৩ দিনের ইন্টারনেট অফার, জিপি সাপ্তাহিক ইন্টারনেট অফার, জিপি মাসিক ইন্টারনেট অফার। এসব ইন্টারনেট অফার আপনি যদি দোকান থেকে কিনতে চান অথবা মাই জিপি অ্যাপ থেকে কিনতে চান, তাহলে অনেক বেশি টাকা খরচ হবে। তবে, আপনি চাইলে জিপি ইন্টারনেট প্যাকেজ কোড ডায়াল করেও এসব ইন্তারনেট অফার অনেক সাশ্রয়ে কিনতে পারবেন। কিন্তু কিভাবে সাশ্রয়ে ইন্টারনেট অফার কিনবেন? তো চলুন, জিপি সিমের ইন্টারনেট প্যাকেজ এর মুল্যতালিকা দেখে নেয়া যাক।
৩দিন মেয়াদি গ্রামীণফোন ইন্টারনেট প্যাক
অনেকেই অল্প মেয়াদের ইন্টারনেট প্যাক কিনতে চান। আপনিও যদি অল্প মেয়াদের গ্রামীণফোন ইন্টারনেট প্যাক কিনতে চান, তবে নিচে দেয়া ৩ দিন মেয়াদের গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ কিনতে পারেন। এই অফারগুলো আপনি কোড ডায়াল করেই কিনতে পারবেন।
- জিপি ৩০ এমবি ইন্টারনেট প্যাকেজ। রিচার্জ – ১২টাকা।
- জিপি ৬০ এমবি ইন্টারনেট প্যাকেজ। রিচার্জ – ২২টাকা।
- জিপি ২৫০ এমবি ইন্টারনেট প্যাকেজ। রিচার্জ – ৩১টাকা।
গ্রামিণ সাপ্তাহিক ইন্টারনেট প্যাকেজ
গ্রামীণ সিম ব্যবহার করে ইন্টারনেট প্যাকেজ কিনে থাকলে এটা নিশ্চয়ই জানেন যে, গ্রামীণ সিমে অনেক সাপ্তাহিক ইন্টারনেট অফার রয়েছে। কিছু অফার রয়েছে যেগুলোর দাম কম, কিন্তু অনেক অফারের দাম বেশি। আবার, দামের তুলনায় অফার এ থাকা ইন্টারনেট প্যাকেজ এর পরিমাণ অনেক কম। তাই অনেকেই জিপি সাপ্তাহিক ইন্টারনেট অফার কিনতে পারে না। নিচে আমি যেসব ইন্টারনেট অফার উল্লেখ করে দিয়েছি, এগুলো অনেক কম টাকায় কিনতে পারবেন। তো চলুন, অফারগুলো দেখে নেয়া যাক।
- ৫ এমবি ২.৬২ টাকা মাত্র। প্যাকটির মেয়াদ – ৩দিন।কিনতে ডায়াল -*121*3002#
- ৫১২ এমবি ৩২ টাকা মাত্র। প্যাকটির মেয়াদ – ৩দিন। কিনতে ডায়াল – *121*3256#
- ৫০ এমবি ৩৮ টাকা মাত্র। প্যাকটির মেয়াদ – ৩দিন। কিনতে ডায়াল -*121*3366#
- ১ জিবি ৪৩ টাকা মাত্র। প্যাকটির মেয়াদ – ৩দিন। কিনতে ডায়াল – *121*3101#
- ২.৫ জিবি (২ জিবি + ৫১২ এমবি বোনাস) ৬৯ টাকা মাত্র। প্যাকটির মেয়াদ – ৩ দিন। কিনতে ডায়াল – *121*3282#
- ৩ জিবি (২ জিবি + ১ জিবি বোনাস) ১১৪ টাকা মাত্র। প্যাকটির মেয়াদ – ৭দিন। কিনতে ডায়াল – *121*3344#
- ৩.৫ জিবি (+ ৫১২ এমবি বোনাস MyGP অ্যাপে) ৭৬ টাকা মাত্র। প্যাকটির মেয়াদ – ৩দিন। কিনতে ডায়াল – *121*3060#
- ৫ জিবি (৪ জিবি + ১ জিবি বোনাস) ৮৪ টাকা মাত্র। প্যাকটির মেয়াদ – ৩দিন। কিনতে ডায়াল – *121*3100#
- ৬ জিবি (৪ জিবি + ২ জিবি বোনাস) ১২৯ টাকা মাত্র। প্যাকটির মেয়াদ – ৭দিন। কিনতে ডায়াল – *121*3329#
- ১০ জিবি (৮ জিবি + ২ জিবি বোনাস) ৯৮ টাকা মাত্র। প্যাকটির মেয়াদ – ৩ দিন। কিনতে ডায়াল – *121*3346#
- ১৫ জিবি (+ ২ জিবি বোনাস MyGP অ্যাপ এ) ১৭৯ টাকা মাত্র। প্যাকটির মেয়াদ – ৭দিন। কিনতে ডায়াল – *121*3359#
- ২০ জিবি (১৮ জিবি + ২ জিবি বোনাস) ১৯৭ টাকা মাত্র। প্যাকটির মেয়াদ – ৭দিন। কিনতে ডায়াল – *121*3286#
উপরোক্ত জিপি এমবি অফারগুলো আপনি ৭ দিনের জন্য কিনতে পারবেন। অনেকের শুধু ৭ দিনের জন্য অর্থাৎ, সাপ্তাহিক ইন্টারনেট অফার প্রয়োজন হয়। তাদের জন্য উপরে দেয়া অফারগুলো কাজের হবে। মাত্র ৭ দিনের অন্য অনেক সাশ্রয়ে এসব ইন্টারনেট অফার কিনে ৭ দিন অনায়াসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো চলুন, গ্রামীণফোন মাসিক ইন্টারনেট অফারগুলো দেখে নেয়া যাক।
গ্রামীন মাসিক ইন্টারনেট প্যাকেজ
অনেকেই সিম দিয়ে ইন্টারনেট ব্রাউজ করে থাকে। তাদের জন্য অনেক বেশি ডাটার প্রয়োজন হয়। এজন্য অনেকেই মাসিক ইন্টারনেট প্যাকেজ কিনে থাকে। কিন্তু, মাসিক ইন্টারনেট প্যাকেজ এর দাম বেশি হওয়ার কারণে অনেকেই এসব জিপি ইন্টারনেট প্যাকেজ কিনতে গিয়ে হিমসিম খায়। কিন্তু, আমি আপনাদের জন্য কিছু সাশ্রয়ী জিপি ইন্টারনেট অফার নিয়ে হাজির হয়েছি। এসব ইন্টারনেট অফার দিয়ে আপনি অনেক সহজেই ১ মাসের ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন। এবং, সারামাস চিন্তা ছাড়াই জিপি ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করতে পারবেন। তো চলুন, জিপি মাসিক ইন্টারনেট অফারগুলো দেখে নেয়া যাক।
- ৮ জিবি (+ ২ জিবি বোনাস মাই জিপি অ্যাপ এ) ৩৪৮ টাকায়। প্যাকটির মেয়াদ – ৩০দিন। কিনতে ডায়াল – *121*3379#
- ১৫ জিবি ৩৯৮ টাকায়। প্যাকটির মেয়াদ – ৩০দিন। কিনতে ডায়াল – *121*3334#
- ২০ জিবি (১৮ জিবি + ২ জিবি বোনাস) ৪৪৮ টাকায়। প্যাকটির মেয়াদ – ৩০দিন। কিনতে ডায়াল – *121*3442#
- ৩০ জিবি (২০ জিবি + ১০ জিবি বোনাস) ৪৯৯ টাকায়। প্যাকটির মেয়াদ – ৩০দিন। কিনতে ডায়াল – *121*3435#
- ৪৫ জিবি ৫৯৯ টাকায়। কিনতে ডায়াল – *121*3439# । প্যাকটির মেয়াদ – ৩০দিন।
- ৬০ জিবি (+ ১০ জিবি বোনাস মাই জিপি অ্যাপ এ) ৬৯৮ টাকায়। প্যাকটির মেয়াদ – ৩০দিন। কিনতে ডায়াল – *121*3248#
- ৮০ জিবি (+ ৮০ জিবি বোনাস মাই জিপি অ্যাপ এ) ৯৯৯ টাকায়। প্যাকটির মেয়াদ – ৩০দিন। কিনতে ডায়াল – *121*3249#
পুরো মাস ইন্টারনেট ব্যবহার করতে চাইলে উপরে উল্লিখিত অফারগুলো আপনার জন্যই। শুধু জিপি সিমে না, প্রায় সব সিমেই ইন্টারনেট প্যাকেজ এর দাম অনেক বেশি। আপনি যদি জিপি সিম ব্যবহার করে সারা মাস ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তবে উপরে দেয়া অফারগুলো কিনতে পারেন। কারণ, গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজগুলোর মাঝে সবথেকে সাশ্রয়ী ইন্টারনেট প্যাকেজ এই পোস্টে উল্লেখ করে দিয়েছি। গ্রামীণফোন মাসিক ইন্টারনেট প্যাকেজ কিনলে সারামাস আরামসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ ২০২৩
কম দামের মাঝে আরও কিছু গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ রয়েছে। যেগুলো কিনলে ইন্টারনেট এর পরিমাণ বেশি থাকবে। অনেকের ডাটার পরিমাণ বেশি প্রয়োজন হয়। কিন্তু, এখন যেসব ইন্টারনেট অফার দেখতে পাওয়া যায়, সেগুলোতে ডাটার পরিমাণ অনেক কম থাকে। প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যায় না এসব প্যাকেজ দিয়ে। আপনাদের এই সমস্যা সমাধানের লক্ষে কিছু গ্রামীণফোন ইন্টারনেট অফার এর তালিকা নিচে উল্লেখ করে দিলাম।
- গ্রামীণফোন ৩৫০ অফার = ৩১ টাকায়। প্যাকটির মেয়াদ – ৩ দিন। কিনতে ডায়াল করুন – *121*3083#
- গ্রামীণফোন ২ জিবি অফার = ৫৭ টাকায়। প্যাকটির মেয়াদ – ৩ দিন। কিনতে ডায়াল করুন – *121*3242#
- গ্রামীণফোন ৩ জিবি অফার = ৬৭ টাকায়। প্যাকটির মেয়াদ – ৩ দিন। কিনতে ডায়াল করুন – *121*3282#
- গ্রামীণফোন ১ জিবি অফার = ৮৯ টাকায়। প্যাকটির মেয়াদ – ৭ দিন। কিনতে ডায়াল করুন – *121*3056#
- গ্রামীণফোন ৩ জিবি অফার = ১০৮ টাকায়। প্যাকটির মেয়াদ – ৭ দিন। কিনতে ডায়াল করুন – *121*3344#
- গ্রামীণফোন ৮ জিবি অফার = ১৪৮ টাকায়। প্যাকটির মেয়াদ – ৭ দিন। কিনতে ডায়াল করুন – *121*3262#
গ্রামীণফোন এমবি অফার
অনেকেই গ্রামীণফোন এমবি অফার খুঁজে থাকেন। অনেকের বাসায় ওয়াইফাই আছে। কিন্তু, বাইরে গেলে ইন্টারনেট প্রয়োজন হয়। তখন, অল্প দামে ভালো কোনো এমবি অফার খুঁজে পাওয়া যায় না। আপনি যদি গ্রামীণ সিম ব্যবহার করেন এবং বাইরে গেলে এমবি প্রয়োজন হয়, তবে নিচে দেয়া গ্রামীণ এমবি অফারগুলো কিনতে পারেন। কোড ডায়াল করে এসব এমবি অফার কিনতে পারবেন। ফলে, জরুরী প্রয়োজনে এমবি প্রয়োজন হলে, সিমের ব্যালান্স দিয়ে কোড ডায়াল করে জিপি এমবি অফার কিনতে পারবেন।
- গ্রামীণফোন ৩৫০ এমবি প্যাকেজ = ৩১ টাকা। প্যাকটির মেয়াদ :- ৩ দিন। কিনতে ডায়াল : – *121*3083#
- গ্রামীণফোন ২ জিবি এমবি প্যাকেজ = ৫৭ টাকা। প্যাকটির মেয়াদ :- ৩ দিন। কিনতে ডায়াল : – *121*3242#
- গ্রামীণফোন ৩ জিবি এমবি প্যাকেজ = ৬৭ টাকা। প্যাকটির মেয়াদ :- ৩ দিন। কিনতে ডায়াল : – *121*3282#
- গ্রামীণফোন ১ জিবি এমবি প্যাকেজ = ৮৯ টাকা। প্যাকটির মেয়াদ ৭দিন। কিনতে ডায়াল : – *121*3056#
- গ্রামীণফোন ৩ জিবি এমবি প্যাকেজ = ১০৮ টাকা। প্যাকটির মেয়াদ ৭দিন। কিনতে ডায়াল : – *121*3344#
- গ্রামীণফোন ৮ জিবি এমবি প্যাকেজ = ১৪৮ টাকা। প্যাকটির মেয়াদ ৭দিন। কিনতে ডায়াল : – *121*3262#